সাবটাইটেল অনুবাদ

June 30, 2020
আমার অনুবাদ করা টিভি সিরিজসমূহের বাংলা সাবটাইটেল।

  শখের বশে সর্বশেষ অনুবাদ করেছি D A R K টিভি সিরিজের তৃতীয় ও শেষ সিজনের সাবটাইটেল। এর আগে অনুবাদ করা হয়েছিলো D A R K Season 2, Watchmen, Tokyo Trial এবং Aşk 101 / Love 101 Season 1 এর সাবটাইটেল। ডার্ক এর সিজন ২ এর সাবটাইটেল অনুবাদ করার সময় আটটি এপিসোডের অনুবাদ করতে প্রায় এক সপ্তাহ সময় লাগলেও এবার লেগেছে মাত্র দুইদিনের মতো। করোনার কারণে বাসায় থাকায় এখানকার ধীরগতির ইন্টারনেট দিয়ে দেখতে হয়েছিলো সিজন ৩ এর সবগুলো এপিসোড। এক একটা এপিসোড দেখার জন্য ডাউনলোড হতে অনেকটা সময় নেওয়ার কারণে যেটা হয়েছে, একটা এপিসোড ডাউনলোড হওয়া মাত্রই সেটা দেখেছি আর পরের এপিসোড ডাউনলোড হতে মাঝে যে সময়টা লেগেছে তাতে আগের এপিসোডের সাবটাইটেল অনুবাদ করে ফেলেছি 😅। ফলাফল আট এপিসোড এর অনুবাদ করতে সময় লেগেছে দুই দিনের মতো। আরও কিছু সিরিজের সাবটাইটেল অনুবাদ করার ইচ্ছে ছিলো, কিন্তু অন্যান্য কাজের চাপে তা করার আর সময় হয়ে উঠছে না। সময় বের করতে পারলে হয়তো আরও করবো 👀

ডার্ক সিজন ৩

ডার্ক সিজন ২

ওয়াচম্যান টিভি সিরিজ

টোকিও ট্রায়াল

Aşk 101 / Love 101 সিজন ১